আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে মৎস্য অধিদপ্তরের আওতায় বেষ্ট প্রকল্পের অধীন একদিনের চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সহকারি মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। মান সম্মত নিরাপদ মাছ ও চিংড়ী উৎপাদনে একোয়া কালচার মেডিমিনাল প্রোডাক্ট (এএমপি) নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩০ জন চিংড়ী মাছ চাষী, মাছের খাদ্য ব্যবসায়ী, ঔষধ ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ অংশ নেন।