বিনোদন

‘আমি যেন দুইটা ভোট দিতে পারি’

By daily satkhira

December 24, 2018

বিনোদনের খবর: আমার ইশতেহার পড়ে অনেকে প্রশ্ন করেছেন, ‘ভাই, আপনার ইশতেহার পড়ে তো বুঝলাম আপনি কাউকে ভোট দিতে পারবেন না। ভোটটা তাহলে দিবেন কাকে?‘ এখন এই কথার কেমনে উত্তর দেই? ভোট কারে দিমু কেমনে বলি? আমি যে আসনে বাস করি, সেখানে আছে আমাদের ফারুক ভাই। কিন্তু এখানে আবার আছে আন্দালিব রহমান পার্থ যারে আমি পছন্দ করি। কি একটা পেরেশানি! যাক জাতীয় পরিচয়পত্র চেক কইরা দেখলাম, আল্লাহ আমারে এই দোটানা থেকে বাঁচাইছে।

আমি ভোটার তেজগাঁওয়ের। ফলে আমার জন্য পছন্দ সহজ হয়ে গেলো। তেজগাঁওয়ে আছে আমার মহল্লার এবং স্কুলের বড় ভাই কামাল ভাই। তাঁর প্রতি আমার সমর্থন থাকবে। (সংযুক্তি: এই মাত্র ভাস্কর আমাকে আমার আরেক বন্ধু জোনায়েদ সাকির কথা খেয়াল করিয়ে দিলো। তাঁর প্রতিও তাহলে আমার সমর্থন থাকলো । এই দিকে আমার ফিল্মমেকার ছোটভাই আবু শাহেদ ইমন জানালো, সে নাকি আমার হয়ে নির্বাচন কমিশনে আবেদন করবে আমি যেনো দুইটা ভোট দিতে পারি।)

যাই হোক, নির্বাচনে জিতে যদি আওয়ামী লীগ যদি সরকার গঠন করে, কামাল ভাই এবং তাঁর সরকারের প্রতি আমার ১৩ দফা আর্জি পেশ করা থাকলো। আর যদি ঐক্যফ্রন্ট আসে, তাদের প্রতিও ১৩ দফা জারি থাকলো!

(ফেসবুক থেকে সংগৃহীত)