অনলাইন ডেস্ক: চীনের সাংহাইতে ‘ওয়েটার’ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু সারমেয়কে। এই বিশেষত্বের কারণে ক্যাফের জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে অনেকখানি।
প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়দের গায়ে আছে একটি বিশেষ পোশাক। সেই পোশাকের গায়ে ‘কিউআর কোড’ টি স্ক্যান করেই অর্ডার দেওয়া যাবে খাবার, মেটানো যাবে দামও। উপরি বলতে পাওয়া যাবে এই সারমেয়গুলিকে আদর করবার বাড়তি সুযোগ। সম্প্রতি এই বিশেষ ক্যাফেটিতে কী ভাবে কাজ করে সারমেয়রা, তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তা। অভিনব এই ভাবনা মন কেড়েছে সবার। মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীজগতের মেলবন্ধন ঘটানোর এই প্রচেষ্টা বাহবা কুড়িয়েছে অনেকেরই। শুধু তাই নয়, এই ক্যাফের বিভিন্ন খাবারের আকার ও আকৃতিও সারমেয়দের থাবার আকারেই করা হয়েছে।