জাতীয়

নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতে থাকছেন ৬৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট

By daily satkhira

December 24, 2018

দেশের খবর: সরকার নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত অপরাধ প্রতিরোধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের রোববার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ করা এসব ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন। আদেশে বলা হয়েছে-নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২৭ ডিসেম্বর অবশ্যই সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করবেন। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ বিভাগীয় কমিশনারের কাছে যোগ দিতে বলা হয়েছে।