??????? ???????, ?????? ????? ???????? ????? ???????????? ? ??? ? ?? ??????

জাতীয়

ঐক্যফ্রন্ট নেতারা ইসিতে যাচ্ছেন দুপুরে

By daily satkhira

December 25, 2018

দেশের খবর: সকল প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারও নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ ১০ নেতা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যাবেন। এসময় তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলবেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনেরর মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান জানান, ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের ১০ জন নেতা ইসিতে যাবেন। জানা গেছে, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এবং তারা এ বিষয়ে প্রতিকার চাইবেন। এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আজ ঢাকায় যে পথসভা কর্মসূচি ছিলো সেটি সোমবার (২৪ ডিসেম্বর) রাতে স্থগিত করা হয়। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত বিবৃতিতে স্থগিতের কথা জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর সমালোচনাও করা হয়। বলা হয়, তাদের অব্যাহত বাধার কারণেই মঙ্গলবারের প্রচারণা স্থগিত করেছে ঐক্যফ্রন্ট।