জাতীয়

ভোটের আগে এরশাদের ফেরা অনিশ্চিত

By daily satkhira

December 25, 2018

অনলাইন ডেস্ক: সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সোমবার রাতে দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। জাপার পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল চেকআপ এখনো শেষ না হওয়ায় তিনি ফেরেননি। দলটির দায়িত্বশীল নেতারা এখন বলছেন, ৩০ ডিসেম্বর ভোটের আগে এরশাদের দেশে ফেরা অনিশ্চিত। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিত্সার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। এরশাদ এবারের নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-৩ আসনে তিনি মহাজোটের একক প্রার্থী। তবে ঢাকা-১৭ আসনে তিনি মহাজোট প্রার্থী নন। এখানে ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত ও চিত্রনায়ক ফারুক। গুঞ্জন রয়েছে, দেশে ফিরে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিতে পারেন এরশাদ। তবে এই আসনে এরশাদের পক্ষে গতকালও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি।