আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৩

By daily satkhira

December 25, 2018

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত আছেন এক হাজার ৪০০ জন। সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন- শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়া উচ্চ সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া তারা আবারও লামপাং প্রদেশটির উপকূলে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয়দের। এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সূত্রপাত থেকে জাভা এবং সুমাত্রা দ্বীপের উপকূলীয় এলাকায় মরণনাশক এ সুনামিটি আঘাত হেনেছিল।

দ্বীপ দুইটির উপকূলে দ্বিতীয় বারের মতো সুনামি হতে পারে- কর্তৃপক্ষের এমন সতর্কতায় এখানকার লোকজন বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে শুরু করেছেন ইতোমধ্যেই। তাছাড়া যারা শনিবারের সুনামিতে প্রভাবিত হয়েছেন, তাদেরও অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে কর্তৃপক্ষ। সুনামির পরপরই অভিযানে নেমেছিল দেশটির উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনী। শনিবার রাত থেকে শুরু করা অভিযানে তারা বিপদে পড়া এবং নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে, হঠাৎ করে বয়ে যাওয়া এ প্রলয়ঙ্করী সুনামি ওই এলাকার শত শত বিল্ডিং ভেঙে দিয়েছে। এতে ধ্বংস হয়েছে ছোট ছোট অনেক বাড়ি-ঘরিও। সেইসঙ্গে মাটিতে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি।