সাতক্ষীরা

জেলার ২২ লক্ষ মানুষের দায়িত্বভার আমার উপর– নজরুল ইসলাম

By daily satkhira

January 24, 2017

ধুলিহর প্রতিনিধি: জেলার ২২ লক্ষ মানুষের ভাল-মন্দ দেখার দায়িত্বভার আমার উপর পড়েছে। আর এই দায়িত্ব আমি অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করবো। আপনারা আমাকে নির্বাচিত করার জন্য সর্বত্র যে সহযোগিতা করেছেন। আমি চাই সামনের দিনগুলোতেও আপনারা আমাকে সহযোগিতা করবেন ও আমার পাশে থাকবেন। ১৯১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যেন দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসাবে গড়ে তুলতে পারি। সেই সাথে সকলে মিলে মাদক, জঙ্গী ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিহত করি। সোমবার বিকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধুলিহর ইউনিয়ন পরিষদ, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের গণ-সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি তিনি তার বক্তব্যে ঐসব কথা বলেন। প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম তিনি তার বক্তব্যে আরও বলেন, সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ধুলিহর ইউনিয়ন বেশি অবহেলিত। এই ইউনিয়নের রাস্তাঘাটগুলো চলাচলে খুবই অনুপযোগী। তাই আমি সর্বত্র চেষ্টা করবো ধুলিহর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার। ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ বলেন, পূর্বে জেলা পরিষদে পারছেনটেন্স (%) ছাড়া কোন কাজ হয়নি। বর্তমান চেয়ারম্যানের সময় কোন পারছেনটেন্স লাগবে না ইনসাল্লাহ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ন-সম্পাদক শেখ আঃ রশিদ,সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মণ্ডল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মাষ্টার মহিদ, মাওলানা রুহুল আমীন, শেখ বোরহান উদ্দিন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিছুর রহমান, তপন শীল, শামীম রেজা,আরশাদ আলীসহ স্থানীয় সকল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঠের চারিদিকে অতিথিদের ছবি সম্মলিত ব্যানার,পোস্টার,ফেসটুন ও প্ল্যাটুন দিয়ে সুসজ্জিত ছিল। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের সুনামধন্য শিল্পীদের নিয়ে খুলনা এস শিল্পী গোষ্ঠীর পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান রাত ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম।