জাতীয়

বিকেল থেকে ব্যালট পেপার পাঠানো শুরু

By daily satkhira

December 25, 2018

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে আজ মঙ্গলবার বিকেল থেকে। দূরবর্তী জেলাগুলো ছাড়াও আজ পার্বত্য জেলাগুলো পাঠানো হবে। জানাগেছে, সরকারি মুদ্রনখানা (বিজি প্রেস) থেকে কঠোর নিরপাত্তায় ব্যালট পেপারগুলো পাঠানো হবে। ব্যালট পাঠানোর ব্যাপারে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। ব্যালট মুদ্রণও শেষপর্যায়ে। কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে। ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২২৩ আসনের ব্যালট মুদ্রণ পুরোপুরি শেষ। জামায়াত নিয়ে ইসির সিদ্ধান্ত এবং কয়েকটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যালট মুদ্রণ করা যাচ্ছে না। এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় জেলায় নির্বাচনী সামগ্রী পাঠিয়েছে ইসি। ব্যালাট পেপার ছাড়া অন্য সামগ্রী পাঠানো হয়েছে।