কালিগঞ্জ

উপজেলায় ২য় নলতার আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল

By daily satkhira

December 25, 2018

তরিকুল ইসলাম লাভলু: পিইসি পরীক্ষার ফলাফল গত দুইদিন আগে হাতে পেয়েছে শিক্ষার্থীরা। এবারের পাশের হার বেশি হলেও সেই তুলনায় জিপিএ ৫ প্রাপ্তর সংখ্যা তুলনামূলক কম। তবুও ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করতে দেখা গেছে অধিকাংশ শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের। এবারের পিইসি পরীক্ষায় ১০০% পাশ করে এবং ৪৮% শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে সাফল্য অর্জন করেছে নলতা মানিকতলার ‘আহছানিয়া দরবেশ আলী মেমোঃ ক্যাডেট স্কুল’। অতি অল্প সময়ের মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এতে করে জিপিএ ৫ পেয়ে গড় হারে কালিগঞ্জ উপজেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলটি। এই ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে অভিভাবক ও এলাকাবাসী আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলে জানা গেছে। এবং ব্যাপক এই সাফল্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের পরিচালক সোহরাব হোসেন সবুজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বলে জানান তিনি। সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা পেলে আগামীতেও এই স্কুলের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে স্কুল এবং অভিভাবকের মুখ উজ্জল করবে বলে তিনি আশাবাদী।