শ্যামনগর

হতদরিদ্র সুমাইয়ার ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন

By daily satkhira

December 25, 2018

আব্দুল আলিম: শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের শেখ নজরুল বাশার ও মাতা আনোয়ারা বেগমের ছোট মেয়ে খাদিজা বিনতে সুমাইয়া নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি তে A+ পেয়েছে। বই খাতা কলম পোশাক-পরিচ্ছদ ক্রয়ের টাকা নেই, ইচ্ছা থাকলেও প্রাইভেট পড়া সম্ভব হয়নি আর প্রাইভেট পড়লেও মাসিক টাকা ঠিক মত দিতে ও পারেনি। পিতা থাকলেও নেই মাতা অন্যের বাড়িতে শ্রম দেয়, সে শ্রম ও বিভিন্ন ব্যক্তির সাহায্যে টাকা দিয়ে সংসার চালানো লেখাপড়ার খরচ চালানো হয়। সুমাইয়ার পিতা শেখ নুরুল বাশার বিগত চার বছর পূর্বে তাদের ছেড়ে চলে যায় এবং অন্যত্র বিয়ে করে সেখানে বসবাস করছে, পিতা পেশায় একজন শ্রমিক। পিতা চলে যাওয়ার পর থেকে তার মা পরিবারের সকল দায় দায়িত্ব পালন করে আসছে। এ কারণে সুমাইয় বলে আমার ফলাফল এর পিছনে মায়ের অবদান বেশি বর্তমানে তার পিতা খোঁজ খবর না নিলেও সে পাস করার পর তাকে ফোন করে পাশের খবরটি জানান। সুমাইয়া ছোটবেলা থেকেই সকল ক্লাসে প্রথম হয়ে এসেছে। আমি নিজেও দুই বছর পড়িয়েছি, সুমাইয়ার মা জানান তাঁর পিতার দেওয়া সামান্য জায়গায় বসবাস করছেন একমাত্র পুত্র টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়েছে বর্তমানে মহিলা বিষয়ক অধিদপ্তরে দর্জির প্রশিক্ষন নিচ্ছে এবং সেখান থেকে যে ভাতা পাচ্ছে সেটা দিয়ে মেয়ে লেখাপড়া ও পরিবারের খরচ চালানোর চেষ্টা করে। সুমাইয়ার আম্মা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুমাইয়া ভবিষ্যতে চিকিৎসক হতে চান। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায় সে সকলের কাছে দোয়া চেয়েছেন।