জাতীয়

মাশরাফির সরল কথায় মুগ্ধ সবাই

By daily satkhira

December 26, 2018

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। শেষ সময়ে গণসংযোগে ব্যাস্ত নড়াইল-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । ভবিষ্যতে নড়াইলকে আরও আধুনিক ভাবে গড়ে তোলার কথাও জানান তিনি। তার নির্বাচনী প্রচারণায় প্রত্যন্ত গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন মাশরাফি। তার সরল কথায় মুগ্ধ এলাকার মানুষ। ক্রিকেটের মাঠের অধিনায়ক এখন জনগণের সেবক হওয়ার পথে। যার জন্য শিশু থেকে বুড়ো-সব বয়সী নারী পুরুষের অপেক্ষা। কাছে পেয়ে তাই উচ্ছ্বসিত তারা।

মঙ্গলবার প্রচারণার অংশ হিসেবে ৫টি ইউনিয়নের ১৫টি ছোট-বড় পথসভায় করেন মাশরাফি। সরল কথায় মুগ্ধ করেন মানুষকে। এক ভোটার বলেন, মাশরাফি আমাদের আপনজন। আমাদের কাছে এসেছে। তাই আমরা গর্বিত। আমরা তাকে টিভিতে দেখেছি এখন সরাসরি দেখছি। খুবই ভালো লাগছে।’

২০টি ইউনিয়ন আর ২টি পৌরসভা নিয়ে নড়াইল-২ সংসদীয় আসন। সার্বিক সুযোগ সুবিধার দিক থেকে অনেকটাই পিছিয়ে নড়াইল। এবার তাই এই দৃশ্য পাল্টে ফেলার প্রতিশ্রুতি মাশরাফির।

এক পথসভায় মাশরাফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন। আপনাদের সহযোগিতা এখন খুবই প্রয়োজন। আপনাদের সহযোগিতা থাকলে আশা করি, একটি সুন্দর এবং শক্তিশালী নড়াইল আমরা গড়ে তুলতে পারবো।