বিনোদন

দুই বাংলায় একসঙ্গে পূজা চেরী

By daily satkhira

December 26, 2018

বিনাদনের খবর: নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। ছবিতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি। একই নায়কের সঙ্গে জুটি বেঁধে তৈরি হলো পূজার আরও একটি ছবি, নাম ‘প্রেম আমার-২’। এটিও প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। নতুন এই ছবিটি মুক্তির ঘোষণা দিলো জাজ মাল্টিমিডিয়া। আসছে জানুয়ারির ২৫ তারিখে এটি ভারত ও বাংলাদেশে মুক্তি পাচ্ছে একযোগে। এমন ঘোষণার পাশাপাশি ছবিটির একটি পোস্টারও উন্মুক্ত করা হয়েছে ফেসবুকে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘‘এটি আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ। প্রেমের গল্প নিয়ে তৈরি এ ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। এটা কলকাতার ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রেম আমার’-এর সিক্যুয়েল হলেও এর গল্পটি পুরোটাই আলাদা।’’ ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর আলোচিত ছবি ‘প্রেম আমার’। ছবিটি দুই বাংলায় বেশ সাড়া ফেলে।