আন্তর্জাতিক

‘নিখোঁজ’ সেই রাজকন্যার সন্ধান মিলেছে

By daily satkhira

December 26, 2018

বিদেশের খবর: গত মার্চ মাসে দুবাই শাসকের মেয়ে লতিফা দেশ ছেড়ে পালিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকে তিনি আরব আমিরাতে নিখোঁজ ছিলেন বলেই জানা গিয়েছিল। তবে এবার তার সন্ধান পাওয়া গেছে। রাজপরিবারের পক্ষ থেকে তার নতুন ছবি প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে যে, তিনি রাজপরিবারেই রয়েছেন। সোমবার ওই ছবি প্রকাশ করেছে আমিরাত কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে, শেখ লতিফার পাশে আছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক হাইকমিশনার ও আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন। ১৫ ডিসেম্বর দুবাইতে ছবিটি তোলা হয়। দুবাই শাসকের মেয়ে লতিফা দেশ ছেড়ে পালানোর পর ভারতের জলসীমায় একটি প্রমোদ তরি থেকে তাকে আটক করে আমিরাত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গিয়েছিল। তবে রাজপরিবার ওই খবর অস্বীকার করে। কিন্তু রাজপরিবারের কথায় আস্থা রাখতে পারেনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তখন উদ্বেগ প্রকাশ করে। সোমবার ছবি প্রকাশের পর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক কর্মকর্তা রাজকন্যা শেখ লতিফার সঙ্গে দেখা করেছেন।