আন্তর্জাতিক

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা; নিহত ৩

By daily satkhira

December 26, 2018

বিদেশের খবর: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২১ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে।

দেশটির বিশেষ বাহিনীর মুখপাত্র তারাক আল-দাওয়াস বলেন, মন্ত্রণালয়ের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, এ সময় ভবনের তৃতীয় তলায় একজন আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। আরেকজন হামলাকারীর সু্টকেসে বিস্ফোরক ছিল। এটি বিস্ফোরিত হলে সে মারা যায়। মন্ত্রণালয়ের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৃতীয় হামলাকারীকে হত্যা করে। সে নিরস্ত্র ও বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় অন্তত তিনজন নিহত ও আরো ২১ জন আহত হয়েছে। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাহার সিয়ালা বলেন, নিহতদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগের প্রধান ও সিনিয়র কূটনীতিক ইবরাহীম আল-শাইবীও আছেন। বিস্ফোরণের পর ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এ সময় ভবনের বাইরে অ্যাম্বুলেন্স, প্যারামেডিকস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, ‘খিলাফতের তিন সৈন্য’ এই হামলা চালিয়েছে।