কালিগঞ্জ

নলতায় আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ

By daily satkhira

December 26, 2018

তরিকুল ইসলাম লাভলু: কালিগঞ্জের নলতায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে জাকজমকপূর্ণভাবে বার্ষিক ফল প্রকাশ ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। সেই সাথে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদেরকেও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বুধবার বেলা ১০টায় নলতা মানিকতলায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রীর আফম রুহুল হক এমপি’র সুযোগ্য পুত্র ও রেডিও নলতা ৯৯.২ এফএম-এর চেয়ারম্যান প্রকৌশলী জিয়াউল হক সুমন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জিয়াউল হক বলেন, এই স্কুল যেভাবে পিইসি পরীক্ষায় উপজেলার মধ্যে সাফল্য অর্জন করেছে, তাতে আমি মুগ্ধ। আশা করি অতি দ্রুত স্কুলটি আরো এগিয়ে যাবে। এই শিশুরাই এদেশের কর্ণধর। এদেরকে লেখাপড়ার পাশাপাশি আধুনিক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিকশিত করতে হবে। সেজন্য আমরাও পাশে থেকে সহযোগিতা করে যাব। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ অনুপ্রাণিত হয়েছে। শিক্ষক আবু ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলতা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও স্কুলের উপদেষ্টা আলহাজ্ব আনিছুজ্জামান খোকন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একান্ত সচিব আতিয়ার রহমান, স্কুলের কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম সাইফুল ইসলাম, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান প্রমুখ। শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক আনারুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তাপস পাল, সুমন রায়, তুহিনা আফরোজ, শাহানারা পারভীন, মোখলেছুর রহমান, নাদিরা সুলতানা, নাদিরা আক্তার লুনা, জেসমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী সহ স্কুলের সকল ক্লাসের ছাত্রছাত্রী, বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।