সাতক্ষীরা

এ.বি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

By daily satkhira

January 24, 2017

নিজস্ব প্রতিবেদক : গরীব, শীতার্ত শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে এ.বি ব্যাংক সাতক্ষীরা শাখা। মঙ্গলবার সকালে শহরের সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এ.বি ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র এ্যাসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সহিদুজ্জামান। অপরদিকে বিকালে শহরের কামালনগর এলাকায় অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এ.বি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার অপারেশন কাজী আব্দুল ওয়াকিল, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ব্যাংকার শেখ আজিজুল হক, সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, আহ্ছানিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদসহ এ.বি ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তাবৃন্দ।