জাতীয়

সাতক্ষীরাসহ ছয় আসনে ইভিএমে পরীক্ষামূলক ভোট আজ

By daily satkhira

December 27, 2018

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের জন্য নির্ধারিত সাতক্ষীরা-০২সহ ৬টি আসনে ‘অনুশীলনমূলক’ মক ভোটিং আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এসব আসনের যে কোনো ভোটার চাইলে অনুশীলন ভোটে অংশ নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াও অনুশীলন ভোট দিতে পারবেন ভোটাররা। তবে এনআইডি সাথে নিয়ে গেলে মক ভোট দেয়া সহজ হবে বলে জানিয়েছেন প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা।

ভোটারদের ইভিএম’এ ভোট প্রদান সম্পর্কে পারদর্শী করতে নির্বাচন কমিশন (ইসি) এমন আয়োজন করেছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম-এর সকল কেন্দ্রে একযোগে অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, যে ছয়টি আসনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে সেখানে ভোটারদের উত্সাহ বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশন নানাবিধ প্রচার প্রচারণা ও প্রদর্শনীর আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আজ সবকয়টি ভোটকেন্দ্রে এ অনুশীলনমূলক ভোটের আয়োজন করা হয়েছে।

গত ২৬ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে ইসি। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে এসব আসন চূড়ান্ত করা হয়। আসন ছয়টি হলো- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। আগে থেকে তৈরি তালিকায় থাকা ৪৮ আসনের মধ্য থেকে এ ছয় আসন চূড়ান্ত করা হয়।