আশাশুনি

আশাশুনিতে মোবাইল কোর্টে ১ জনকে জেল ৩ জনকে জরিমানা

By daily satkhira

January 24, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩ জনকে জরিমানা ও একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা কোর্ট পরিচালনা করেন। সাতক্ষীরা দায়িত্বে থাকা পাট উন্নয়ন সহকারী আমির হোসেন আশাশুনি বাজারের ব্যবসায়ী আফছার গাজীর পুত্র রইচ উদ্দিনকে আটক করেন। তাকে পণ্যে পাঠজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অমান্যের অপরাধে ২০০০ টাকা জরিমানা করা হয়। এএসআই রবিউল ইসলাম আশাশুনি বাজারের ব্যবসায়ী কোমর উদ্দিন সরদারের পুত্র হাসিবুলকে আটক করেন। তাকে জন উপদ্রব দঃবিঃ ২৯১ আইনে ২০০০ টাকা জরিমানা করা হয়। এসআই আঃ হালিম অভিযান চালিয়ে জোড়দিয়া গ্রামের আঃ সাত্তার ফকিরের পুত্র জামেরুল ও বুধহাটা গ্রামের দেবরঞ্জন পালের পুত্র নওমুসলিম রিপনকে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামেরুলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও রিপনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।