খেলার খবর: শ্রীলঙ্কার বিপক্ষে বোল্টের গতিতেই যেন তুলে নিলেন উইকেট। ১৫ বল থেকে ৪ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। সেই সুবাদে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১০৪ রানে। তিনিও বোল্ট। তবে উসাইন বোল্ট নন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয় ১৭৮ রানে। ৭৪ রানের লিড নিয়ে পরে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দ্বিতীয় দিনশেষে নিউজিল্যান্ড করেছে দুই উইকেটে ২৩১ রান। এর মধ্যেই তাদের লিড দাঁড়িয়েছে ৩০৫ রানের।
চার উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। চার ওভার পরই বোল্ট বোলিংয়ে আসলে শুরু হয় ঝলক। দলীয় ৯৪ রানে ইনিংসের প্রথম উইকেট নেন সিলভাকে আউট করে। বোল্ট ঝড়টা শুরু হয় এভাবেই।
এরপর একাই বাকি পাঁচ উইকেট নিয়ে ১০৪ রানের মধ্যে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেন তিনি। পরবর্তী দুই ওভারের একটিতে তিনটি ও অপরটিতে দুটি করে উইকেট নেন তিনি। হ্যাটট্রিকের আশা জাগিয়ে অবশ্য পারেননি। মাত্র ১৫টি ডেলিভারি দিয়ে খরচ করেছেন ৪ রান। আর নিয়েছেন ৬টি উইকেট। একপ্রান্তে অপরাজিত থাকা ম্যাথুস যেন দুঃস্বপ্নের মতো দেখেন সতীর্থদের আসা-যাওয়া।