দেশের খবর: ভোটের প্রচারের শেষ দিন সংবাদ সম্মেলনে এসে মানুষকে ধানের শীষের পক্ষে ‘ভোট বিপ্লব’ ঘটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, “ধানের শীষ দলের নয়, ঐক্যবদ্ধ জনগণের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে দেশকে মুক্ত করুন।” নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ জানিয়ে আসা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৃহস্পতিবার বিকালে ঢাকার পুরানা পল্টনের জামান টাওয়ারে কামালের কার্যালয়ে ‘জরুরি’ বৈঠকে বসেন। নির্বাচনের দুদিন আগে কামাল ‘জরুরি’ বৈঠক ডাকায় তৈরি হয় গুঞ্জন।
তবে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে ভোটের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে কামাল হোসেন দেশের মানুষকে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে নিয়ে ‘ভোট বিপ্লবে’ অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ভোট বিপ্লবের মাধ্যমে দেশ দলীয়করণ মুক্ত হবে এবং দেশের মালিক হবে জনগণ।” জনগণ পরিবর্তন চায় কি না, সেই সিদ্ধান্ত রোববার তাদের নিতে হবে বলে মন্তব্য করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, ড. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে। এছাড়া বিকল্প ধারার একাংশের নেতা অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীও ঐক্যফ্রন্টের বৈঠকে অংশ নেন।