বিদেশের খবর: বিদায়ী ২০১৮ সালে বাংলাদেশের মানুষ গুগলে কাদের ব্যাপারে সবচেয়ে বেশি খোঁজ করেছেন তার তালিকা প্রকাশ করেছে গুগল ট্রেন্ড। ২০১৮ সালের সার্চের তালিকায় দেখা যায়, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচকে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সাড়া ফেলেছিলেন তিনি।
মোট তিনটি ক্যাটাগরিতে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। বাংলাদেশকে নিয়ে সার্চেস, পিপল ও মুভিজ—এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। এর মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের নামের তালিকা দেয়া হয়েছে। তালিকার প্রথম ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। মধ্যে ৯ নম্বরে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ১০ নম্বরে হিরো আলম।
বাংলাদেশিদের দুই নম্বর পছন্দ ছিলো ভারতীয় অভিনেত্র্রী প্রিয়া প্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দিয়ে মাতিয়েছিলেন দর্শকদের। তৃতীয় অবস্থানে আছেন ব্রিটিশ রাজপরিবারের বধূ মেগান মার্কেল। চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন পর্নো তারকা মিয়া খলিফা ও সানি লিওন। ছয় নম্বরে আছেন ফ্রান্স ফুটবল তারকা এমবাপ্পে। সাত নম্বরে আরেক পর্নো তারকা মিয়া মালকোভা। ৮ নম্বরে স্থান পেয়েছেন প্রিয়াঙ্কার চোপড়ার বর নিক জোনাস।
‘সার্চেস’ ক্যাটগরিতে বাংলাদেশে থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে-ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, লাইভ ফুটবল, আইপিএল, এশিয়া কাপ, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, ফোরএক্স ব্রুয়েরি ব্রিসবেন ও বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। সিনেমার ক্যাটাগরিতে এ বছর বাংলাদেশে থেকে বেশি সার্চ হয়েছে, থাগস অব হিন্দুস্তান, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার, টাইগার জিন্দা হ্যায়, রেস-৩, বাগি-২, সাঞ্জু, ব্ল্যাক প্যানথার, দ্য নান, হেট স্টোরি-৪ ও ভেনম।