নিজস্ব প্রতিবেদক : সোনার বাংলা বুশরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় গড়েরকান্দার ৫নং ওয়ার্ডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রাক্তণ প্রধান শিক্ষক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সদস্য সবুর খান, বিশিষ্ট সমাজ সেবক আশরাফ আলী, ডাঃ মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর শাখার যুগ্ম সম্পাদক আ: রহমান, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ কালাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড আ’লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক বিশ^জিৎ মাখন, আঃ খোকন সহ স্কুলের শিক্ষক, শিক্ষর্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামি দিনের উজ্জল ভবিষ্যৎ। শিশুদেরকে বাংলাদেশের, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। দেশ প্রেমে তাদের উদ্বুর্ধ করতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। যা বিশে^র একমাত্র দাবিদার বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে। শেখ হাসিনা সরকারের জন্য। উল্লেখ্য, এবছর স্কুল থেকে ৮জন শিক্ষার্থী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিয়ে ৮ জনই কৃতকার্য হয়েছে।