দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ তৈরীর নির্ধারিত সরকারী জায়গা অবৈধভাবে দখল করে রাতারাতি ঘর নির্মান করছে স্থানীয় একটি মহল। এঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দিয়ে নিষেধ করা স্বত্তেও তাতে কোন কর্নপাত না করে জোরপূর্বক ঘর নির্মান অব্যাহত রাখায় কুলিয়ার মৃত মনিরউদ্দীন গাজীর ছেলে ইব্রাহিম গাজী ও তার স্ত্রী আশুরা খাতুনের বিরুদ্ধে সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করছেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম। বৃহষ্পতিবার সকালে তিনি সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগে এ অভিযোগটি দায়ের করেন। দায়েরকৃত অভিযোগে জানা গেছে,কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ তৈরীর জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগের উক্ত জমিটি নির্ধারন করে স্কুলের উন্নয়নের স্বার্থে সেখানে থাকা ২ জন দখলদারের সন্তোসজনক অর্থ ও অন্যত্র বাসস্থান তৈরী করে দিয়ে স্থানান্তর এবং জমিটি মাঠ নির্মানে বরাদ্দসহ সকল প্রক্রিয়া চুড়ান্ত হওয়ার পর সম্প্রতি ইব্রাহিম গাজী ও তার স্ত্রী আশুরা খাতুন রাতের আধারে সেখানে জোরপূর্বক ঘর নির্মান করে চলেছে। একাধিকবার গ্রাম পুলিশ দিয়ে তাদের কে নিষেধ করা হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমতাবস্থায় তাদের এ অবৈধ স্থাপনা বন্ধ না করা হলে বিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় মাঠটি নির্মান বাধাগ্রস্থ হবে। তাই এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের দাবী অনুযায়ী অবিলম্বে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের হস্তক্ষেপ দাবী করেছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম