জাতীয়

গার্ডিয়ানের প্রতিবেদনে একাদশ সংসদ নির্বাচন

By daily satkhira

December 28, 2018

দেশের খবর: আসন্ন একাদশ সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিখ্যাত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার তাদের প্রকাশিত প্রতিবেদনে রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনের নানা দিক তুলে ধরা হয়েছে।

গার্ডিয়ানে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বার ক্ষমতায় আসবেন কি না, তা রোববার নির্ধারণ হবে। দেশের অর্থনীতিকে দ্রুত বর্ধনশীল হিসেবে তুলে এনেছেন শেখা হাসিনা সরকার। কিন্তু তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা রক্তক্ষয়ী হলেও শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। অন্যদিকে বিরোধী রাজনীতিকরা চলমান পরিস্থিতিকে দেশটি স্বাধীনতার পর ৪৭ বছরের মধ্যে ‘সবচেয়ে বেশি শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।