আজকের সেরা

সাতক্ষীরা জেলার মানুষ চান আবারো রুহুল হক এমপি হয়ে মন্ত্রী হবেন

By Daily Satkhira

December 29, 2018

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, বিশ্ববরেণ্য শৈল্য চিকিৎসক, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক কর্মব্যস্তার মাঝে একটু প্রশান্তির আশায় নিজ এলাকা সাতক্ষীরার নলতায় যান। সেখানে যেয়েও এতটুকু বিশ্রাম নেই তার। নলতায় তাঁর নিজ বাড়িতে গিয়ে সকাল থেকে রোগী দেখতে দেখতে দুপুর বেলায় একটু বিশ্রামে বসেন বিশ্ব বরেণ্য ডা. অধ্যাপক রুহুল হক। এরই মাঝে এসে উপস্থিত গ্রামের হত দরিদ্ররা। কারো নেই বসতবাড়ী, আবার কেউবা খেতে পারেনা দু’বেলা খাবার। তাদের প্রতিও সহযোগীতার হাত বাড়িয়ে দেন তিনি। নিখরচায় বা বিনে পয়সায় চিকিৎসা সেবা প্রদানের এক অনুকরণীয়, অনুসরণীয় মানুষ তিনি ডা. রুহুল হক।ডা. রুহুল হক ২০০৮ সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ৫ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালীন সময়ে তার প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এর আগে অবহেলিত সাতক্ষীরার বুকে কেউ এমন উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের দোরগোড়ায় তার প্রচেষ্টায় স্থাপিত হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। বেশ সুনামও কুড়িয়েছেন তিনি। তার প্রচেষ্টায় কালিগঞ্জের নলতায় প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করেছেন।তিনি ঢাকাতে অবস্থান করলেও এলাকার মানুষের সাথে আছে তাঁর যোগাযোগ। আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় তাঁর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মানুষের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন।এছাড়াও তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে দেশের জন্য এমডিজি পুরস্কারসহ বেশ কিছু ইন্টারন্যাশনাল পুরস্কার বয়ে এনেছেন। দেশের স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি কমিউনিটি ক্লিনিকগুলো করেছেন সক্রিয়। আজ সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে। তাছাড়া তিনি দেবহাটা,আশাশুনি এবং কালিগঞ্জে প্রায় ৫৫০ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ২৬টি সাইক্লোন শেল্টার, একাধিক আশ্রয়ণ প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, আশাশুনি ও দেবহাটায় ২টি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় সংস্করণ, অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণকরণ, দেবহাটায় অত্যাধুনিক থানা ভবন নির্মাণ, আশাশুনি ও কালিগঞ্জে দুইটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ, বড়দল সেতু, মানিকখালি সেতু, তেতুঁলিয়া সেতু, শোভনালী সেতু, বাঁশতলা সেতুসহ অসংখ্যা ব্রীজ-কালভার্ট তৈরিকরণ, সাতক্ষীরা বাইপাস ও আশাশুনি বাইপাস তার অক্লান্ত প্রচেষ্টায় আজ দৃশ্যমান, যুব উন্নয়নের মাধ্যমে প্রায় ৫ হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান করাসহ অসংখ্যা উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান। তাই আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা-৩ আসনের মানুষ আবারও রুহুল হক এমপিকে পেতে চায়। তারা মনে করেন এমপি হলে ডা. রুহুল হক আবারও মন্ত্রী হবেন।সাতক্ষীরা জেলার সকল শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়,সারা বাংলাদেশ তথা সাতক্ষীরার যে মানুষ তাদের প্রেরণাদায়ক, যিনি স্বপ্ন দেখেছেন সুষ্ঠু-সুন্দর সমাজ সাতক্ষীরা গড়ার, যার অক্লান্ত পরিশ্রম শুধু মাত্র মানুষের কল্যাণের জন্য, যাদের হৃদয় সাতক্ষীরাবাসীর জন্য কাঁদে, যার জীবনী সাতক্ষীরার ইতিহাসে স্বর্ণ-মূদ্রণে মূদ্রীত তিনি অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক। গণমানুষের প্রাণ, নয়নের মনি, উন্নয়নের কর্ণধার, অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছেন।