বিদেশের খবর: নিজের বাড়ির সামনে সচক্ষে দেখতে পেয়েছেন এলিয়েন। এমন দাবি করে প্রধানমন্ত্রীর দফতরে মেইল করেছেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে ভারতে। খবর এনডিটিভির। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, প্রধানমন্ত্রীর দফতরে মেইল করা ওই ব্যক্তি পুনের কথরুরের বাসিন্দা। বয়স ৪৭। তিনি প্রধানমন্ত্রীর দফতরে মেইল করে জানান, তিনি বাড়ির সামনে এলিয়েন দেখতে পেয়েছেন। এরপর মেলটি মহারাষ্ট্র সরকারের কাছে পাঠায় প্রধানমন্ত্রীর দফতর। এরপরেই পুনে পুলিশ তদন্ত শুরু করেন।
পুনের এক পুলিশ কর্মকর্তা জানায়, কয়েকদিন আগে মেইল করা ওই ব্যক্তির সন্ধান মিলেছে। তদন্ত শেষে পুলিশ কর্মকর্তা জানান, কয়েক বছর আগে ওই ব্যক্তি মস্তিষ্কে আঘাত পান। এরপরই মানসিক ভারসাম্য হারান।
তিনি আরো জানা্ন, মাস কয়েক আগে বাড়ির সামনে একটি গাছে আলো দেখতে পেয়ে সেটিকে এলিয়েন মনে করেন। এলিয়েনরা নিজেদের গ্রহ থেকে পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে বলে মেইলে উল্লেখ করেন ওই ব্যক্তি। তাই তদন্তের দাবিতে মেইল করেন। প্রধানমন্ত্রীকে মেইলের ব্যাপারে ওই ব্যক্তির পরিবার কিছুই জানে না বলে পুলিশ জানয়।