বিনোদন

ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যেতে চান সালমা

By daily satkhira

December 29, 2018

বিনোদনের খবর: জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা তার ব্যারিস্টার হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন অনেক আগেই। নিয়মিত গান গাওয়ার পাশাপাশি পড়ালেখাটাও চালিয়ে যাচ্ছেন ঠিকমতই। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করছেন। আগামী বছর যুক্তরাজ্যে পড়তে যাওয়ার ইচ্ছে তার। ‘ব্যারিস্টার’ ডিগ্রি পেতে হলে ইংল্যান্ডে নয় মাসের একটি ‘বার প্রফেশনাল ট্রেনিং কোর্স’ (সংক্ষেপে বিপিটিসি) করতে হয়। এই কোর্সের সফল সমাপ্তি শেষে পাওয়া যায় ইংল্যান্ড বার কাউন্সিলের স্বীকৃতি ও সনদ। ইংল্যান্ড বার কাউন্সিলের সেই সনদ পাওয়ার লক্ষেই এগিয়ে চলেছেন এই গায়িকা। সালমা বলেন, আসলে যুক্তরাষ্ট্রে না আমি পড়তে গেলে ইউকেতে যাবো। বর্তমানে ঢাকায় বিপিবি ইউনিভার্সিটিতে আইনে পড়ছি আমি। সেকেন্ড ইয়ার শেষ হয়েছে। ফলাফল প্রকাশ হলে সিদ্ধান্ত নিব দেশের বাইরে যাওয়ার। ক্রেডিট ট্রান্সফার করে থার্ড ইয়ার ও ফাইনাল ইয়ার ইউনিভার্সিটি অব লন্ডনে কিংবা ওখানকার অন্য কোনো ইউনিভার্টিতেও করতে পারি। কোন ভার্সিটিতে পড়বো এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারিনি। সালমা আরও বলেন, ইউকের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে সেখানেই বার অ্যাট-ল করবো। ব্যারিস্টার হয়ে দেশে ফিরবো। পড়ালেখা চলছে। নির্বাচনের পরেই বাইরে যাওয়ার প্রসেসিং শুরু করবো। এরই মধ্যে আমার কয়েকজন বন্ধু পড়তে চলেও গিয়েছে।