নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বেলুন, ফেস্টুন ও কবুতার উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। সাতক্ষীরা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রফিকুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয় (প্রভাতি) শাখার সহকারী প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, লস্কর গ্রুপের পরিচালক জুনায়েদ হোসেন লস্কর। এসময় বক্তারা বলেন, শরীরকে সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে খেলাধুলা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন আছে। বক্তারা আরো বলেন, শিশুর মানবিক বিকাশ ঘটানোর জন্য সাতক্ষীরা কিন্ডারগার্টেন অন্যন্য ভূমিকা পালন করে যাচ্ছে। শৃংখলা ও অধ্যাবসায়ের মাধ্যমে সাতক্ষীরা কিন্ডারগার্টেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগিতায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের নয় শতাধিক শিক্ষার্থী ৪টি বিভাগে ৮টি গ্রুপে মোট ৩৩টি খেলায় অংশগ্রহণ করে। বিকেলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলের ক্রীড়া বিষয়ক শিক্ষক মাজহারুল ইসলাম ও শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক রাফিজা খাতুন ও রেজিষ্ট্রার বৈদ্যনাথ কুন্ডু। প্রকাশ থাকে যে, আগামী ২৫ ফেব্র“য়ারি ২০১৭ শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।