সাতক্ষীরা

শহর থেকে গ্রামের সকল জায়গায় ডিজিটাল হাওয়া বইছে–জেলা প্রশাসক

By daily satkhira

January 27, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে এই ডিজিটাল মেলার আয়োজন। বর্তমান সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের সকল সেক্টরে ডিজিটাল ছোয়া লেগেছে। শহর থেকে গ্রামের সকল জায়গায় ডিজিটাল হাওয়া বইছে। ডিজিটাইলেজশন হওয়ায় দেশে অনেকাংশে দুর্নীতি কমেছে। সরকার সবার মাঝে ডিজিটাল বার্তা পৌছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল মেলার আয়োজন করছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী সেলিনা আফরোজ, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) পতœী  রঞ্জনা মন্ডল, ০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পতœী নাসরিন খান লিপি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, জেলা কৃষি অফিসার কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা কাওসার, জেলা তথ্য অফিসার শাহনেওয়াজ করিম, বি.আর.টি’এ’র সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, এনডিসি মো. আবু সাঈদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় স্থান পাওয়া ৭৬টি স্টল  পরিদর্শণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত ও মোশারেফ হোসেন।