বিনোদন

ভোট নিয়ে শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন রিয়াজ-ফেরদৌস

By daily satkhira

December 29, 2018

বিনোদনের খবর: ‘দীর্ঘ সময় আমাদের ভুল ইতিহাস পড়ানো হয়েছে। স্বাধীনতা ও রাজনীতির ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে আমাদের কাছে। দিনের পর দিন আমরা ভুল জেনেছি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা বই-পুস্তক পড়লাম আসলটা জানতে পারলাম। লক্ষ্য করলাম সুকৌশলে এবং নির্মমভাবে বেশ কয়েকটি প্রজন্মের মধ্যে ইতিহাসের বিষাক্ত পোকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই বিষ নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে ক্ষমতায় আনা উচিত হবে না কিছুতেই।’ বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে এই কথা বলেছেন চিত্রনায়ক রিয়াজ।

ছাত্রলীগ ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক ছয় দিনব্যাপী মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক উৎসবের আয়োজন করেছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন আগামী ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের জয়ে বিজয় মিছিল ও আলোক উৎসবের মধ্য দিয়ে শেষ হবার কথা রয়েছে ৷

অনুষ্ঠানে শুক্রবার রাতে অতিথি হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুজনে বক্তব্য রাখেন। রিয়াজ বলেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পঁচাত্তরে আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। জাতীয় চার নেতাকেও তারা হত্যা করেছে। আমাদের একটা নেতৃত্বশূন্যতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো তারা। পারেনি।

পরে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এলেন, স্বাধীনতার পক্ষে হাল ধরলেন তাকেও বারবার সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। সবাই জানেন যে ওইসব খুনীরা, রাক্ষসেরা ১৯ বার হত্যার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই রাক্ষসেরা বিভিন্ন সময় তাদের নাম এবং পোশাক পাল্টছে। কিন্তু চেহারাটা একই রয়ে গেছে।

আজ যখন চোখ বন্ধ করে তাদেরকে দেখতে চাই, ভেসে ওঠে বড় বড় দাঁত ও চোখওয়ালা রাক্ষসের মতো সেই চেহারাগুলো। তারা সবাই আবার এক হয়েছে ক্ষমতার লোভে। তাদের রুখতে হবে। আবারও ক্ষমতায় এলে তারা দেশ বদলাবে, ইতিহাস বদলাবে, সমৃদ্ধি থামিয়ে দেবে। সবাইকে সচেতন থাকতে হবে। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

ছাত্রলীগের এই আয়োজনে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘দেশ গেল দশ বছরে কতোটা এগিয়ে এসেছে সেটা ভালো মন নিয়ে ভাবলেই অনুধাবন করা যায়। শেখ হাসিনার সরকার সবার জন্য উন্নয়ন বয়ে আনার চেষ্টা করেছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তোমাদের সৌভাগ্য যে তোমরা খুব সহজেই দুনিয়ার সব বিষয়ে জানতে পারছ। কিন্তু বাংলাদেশের একটা প্রজন্ম ২১ বছর অন্ধকারে ছিল। আমরা আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতাম না। পরে জেনেছি সচেতন হয়েছি। তোমরাও অনেক সচেতন। সত্য মিথ্যাটা বুঝতে পারো।

তাই তোমাদের কাছে আজ ভোট বা প্রচারের কথা বলব না। তোমরা সবাই জানো, আমি আর রিয়াজ প্রচার কমিটিতে আছি। তোমাদের কাছে চাই নিজের মূল্যবান ভোটটি স্বাধীনতার পক্ষের শক্তিকে দেবে। শেখ হাসিনার নেতৃত্বকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হিসেবে এটা আমার অনুরোধ থাকলো।’

‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক আরও বলেন, ‘এই যে তোমরা ছাত্ররা এত রাত অবধি টিএসসিতে প্রোগ্রাম করছ, এটা আমাদের সময়ে চিন্তাই করা যেত না। গত ১০ বছরে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। সেটা অস্বীকার করার সুযোগ নেই। তাই যারা মানুষের জন্য কাজ করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে গেছে তাদের সরকারকেই ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার সুন্দর নেতৃত্ব ও মানবিকতার সুনাম আজ বিশ্বজুড়ে। তার হাত ধরেই আরও এগিয়ে যাবে বাংলাদেশ।’