কালিগঞ্জ

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

By daily satkhira

January 27, 2017

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্ত্বরে ২০১৭ সালের এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ে‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু, সদস্য শেখ আব্দুল কাদের, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুধারানী বালা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাঁন আবুল বাসার, সহকারী শিক্ষক শাহাজান আলম, ম্যানেজিং কমিটির প্রয়ত সদস্য শেখ সিদ্দিকুর রহমানের ছেলে মাহাবুবুল আলম, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারহানা ইয়াসমিন সুইটি, ৮শ্রেণির ছাত্রী ফাতেমা বিনতে মোস্তফা, নিশাত হাসিম, রাশিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে মানপত্রপাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী নাফিজা তাবাচ্ছুম রুপন্তি। সহকারী শিক্ষক কনিকা সরকার ও সুকুমার দাশ বাচ্চু‘র সার্বিক সহযোগিতায় জারিন তাসনিম ও আনিকা জামানের সঞ্চালনায় এসএসসি পরীক্ষার্থী (সাধারণ বিভাগ) ৫১জন ও (ভোকেশনাল বিভাগ) ১৭জন ছাত্রীদের সকলকে ফুল, কলম, স্কেল ও ফাইলসহ বিভিন্ন উপকরণ দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠান শেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ আবু রায়হান সিদ্দিক।