নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী ২৪ ও ২৫ মার্চ ২০১৭ তারিখে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী নানা অনুষ্ঠান উদ্যাপন উপলক্ষে বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত আছে। তাই অনুষ্ঠানকে সফল করার জন্য ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে ১ টা পর্যন্ত বিভিন্ন স্তরের বেশকিছু প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অত্র বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আলহাজ্জ ডা. আকছেদুর রহমান, মুক্তিযোদ্ধা আবু দাউদ, জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, ৪নং নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো. মুজিবর রহমান, নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল ফজল মাহমুদ বাপ্পী, মহিউদ্দিন খোকন মো. আব্দুস সোবহান, রেজাউল করিম রেজা, মো. হামিদুল হক, সাবেক নলতা ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, নলতা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ ছিদ্দিকী, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল হান্নান, বাবু শান্তি কুমার, নলতা ইউনিয়ন আ’লীগের সম্পাদক মো. আবুল হোসেন পাড়, মাওলানা আব্দুল মোমিন শিক্ষক, শিক্ষক আহ্ছান কবীর টুটুল, শিক্ষক পরিতোষ চক্রবর্তী, শিক্ষিকা মিসেস ঝর্ণাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। আগামী ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিতব্য নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান সফলভাবে সম্পন্নের লক্ষ্যে আসন্ন ৮,৯,১০ ফেব্রুয়ারি নলতার পবিত্র ওরছ শরীফে একটি রেজিস্ট্রেশন স্টল স্থাপন, অনুষ্ঠানে প্রধান অতিথি নির্ধারনের জন্য ডা. আ ফ ম রুহুল হক এমপিসহ ঢাকাস্থ অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বা কর্মকর্তাদের উপর দায়িত্ব অর্পণ, ২০টি ডিজিটাল ব্যানার তৈরি করে গুরুত্বপূর্ণ স্থানে টানানোর জন্য প্রধান শিক্ষক আনোয়ারুল হকের উপর দায়িত্ব অর্পণ এবং স্থানীয় পর্যায়ে আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষককে আহবায়ক, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমকে সদস্য সচিব ও বর্তমান জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিমকে সমন্বয়কারী করে ১৩ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত কমিটি এখন থেকে প্রতি সপ্তাহে মিটিং করে কার্যক্রমকে এগিয়ে নিবেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২০০৬ সালের পর অত্র বিদ্যালয় থেকে পাশকৃত শিক্ষার্থীদের প্রত্যেককে ৩০০ টাকা এবং তার পূর্বের পাশকৃত শিক্ষার্থীদের প্রত্যেককে নির্ধারিত ১০০০ টাকা রেজিস্ট্রেশন ফি মোতাবেক কার্যক্রম পরিচালিত হচ্ছে।