নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। তিনি ভোট পেয়েছেন ৩,০২৬৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী ডাঃ শহিদুল আলম পেয়েছেন ২৪,৩১৪। এদিকে, টানা তৃতীয়বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডা. রুহুল হকের নলতাস্থ বাসভবনে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় সিনিয়র দুই নেতা তারা একে অপরকে মিষ্টিমুখ করান। এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট আইনজীবী এড. অরুণ ব্যানার্জী, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আ হ ম তারেক উদ্দীন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিদ্বয় যথাক্রমে আশিক রহমান ও বশির আহমেদ।