ফিচার

সাতক্ষীরার ৪ টি আসনে ভোটের ফলাফল

By Daily Satkhira

December 31, 2018

আব্দুল জলিল: সাতক্ষীরা ১ আসনে (তালা- কলারোয়া) মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৩১ হাজার ৪০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯০২ ভোট।সাতক্ষীরা ২ আসনে ( সাতক্ষীরা সদর) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক নিয়ে ৮৭ টি কেন্দ্রে ১ লাখ ১০ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ভোট। সাতক্ষীরা ৩ আসনে ( আশাশুনি দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের ডা. আফম রুহুল হক নৌকা প্রতীক নিয়ে ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৫৩ ভোট। সাতক্ষীরা ৪ আসনে (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের জামায়াতের গাজি নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট ।