আশাশুনি

আশাশুনিতে মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিটের ষড়যন্ত্রের অভিযোগ

By daily satkhira

January 27, 2017

নিজস্ব প্রতিবেদক: অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় আশাশুনি উপজেলার এক মুক্তিযোদ্ধার সন্তানকে তার প্রতিপক্ষরা মারপিট, খুন ও জখম করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা ও প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানিয়েছেন আশাশুনি উপজেলার কেয়াগাতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সানার ছেলে এসএম আছাফুদ্দৌলা। তিনি তার লিখিত আবেদনে জানিয়েছেন, একই গ্রামের আব্দুল মজিদ সানার ছেলে আহসান হাবীব একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তিনি চুরি, ডাকাতিসহ সকল প্রকার অসামাজিক কাজে লিপ্ত। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক স্থাপন করে তিনি যাবতীয় অসামাজিক রাজত্ব চালিয়ে যাচ্ছেন। তার ভয়ে এলাকার কোন লোক মুখ খুলতে সাহস পায়না। তিনি তার লিখিত আবেদনে আরো উল্লেখ করেছেন, আহসান হাবীবের বাবা আব্দুল মজিদ সানা একজন ভূয়া মুক্তিযোদ্ধা। আমার বাবা মারা যাওয়ার পর মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুতকালে সে একই বাবার নাম ব্যবহার করে নিজের নামে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ তৈরী করে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করিয়া আসিতেছেন। সম্প্রতি অত্র এলাকার কিছু সংখ্যক লোক তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করার জন্য সেখান থেকে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। তাদের এ সমস্ত যাবতীয় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের সাথে আমার দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে চলতি বছরের গত ২৫ জানুয়ারি আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে আমাকে একা পেয়ে সন্ত্রাসী আহসানহাবীব আমাকে চড়, কিল, ঘুষি ও তলপেটে লাথি মেরে মারাতœকভাবে আহতসহ জীবননাশের হুমকি প্রদান করে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সানার ছেলে আছাফুদ্দৌলা সাতক্ষীরা জেলা প্রশাসক ও  আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।