বিনোদন সংবাদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রবিবার একটি ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সুষ্ঠুভাবে ভোট গ্রহণের কথা বলার পর তাকে মারধর করা হয়। পরে সুষ্ঠু ভোটগ্রহণ না হওয়া এবং হামলার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম। এদিকে, আলোচিত এই প্রার্থীকে মারধর করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা যায়, দুই/তিনজন কর্মীকে নিয়ে হিরো আলম একটি কেন্দ্রের দিকে যেতে চাইলে ভোটকেন্দ্র থেকে বেশ কয়েকজন মানুষ তার দিকে তেড়ে আসে। এরপর দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে তেড়ে আসা ব্যক্তিরা হিরো আলমকে মারতে মারতে কেন্দ্র এলাকার সীমাছাড়া করে।