জাতীয়

মাঠ-সংসদ সামলাবেন অধিনায়ক

By daily satkhira

January 01, 2019

অনলাইন ডেস্ক: বিপুল ভোটে বিজয়ী মাশরাফি বিন মর্তুজা নিজ এলাকা নড়াইলকে নবরূপে সাজানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ক্রিকেট ও সংসদ সদস্যের দায়িত্ব একসঙ্গে সামলে নেবেন তিনি। নির্বাচনের মতো সবার সহযোগিতা পেলে সমস্যা হবে না বলেই জানিয়েছেন তিনি।

নড়াইল শহরের তাহেরা কনভেনশন সেন্টারে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সদ্য বিজয়ী নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি প্রাণবন্ত ও খোলামেলা কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। শক্ত প্রশ্নের জবাব দেন হেসেখেলে। তিনি বলেন, ‘ব্যক্তিগত কাজ থেকে সমষ্টিগত উন্নয়নের দিকে বেশি নজর দিতে চাই। এলাকায় যে উন্নয়নের কাজগুলো হয় সেগুলো যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ রাখব।’

মাশরাফি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ক্রিকেট সিরিজ শেষ করে নির্বাচনের সাত দিন আগে নড়াইলে পৌঁছে নির্বাচন শেষ করলাম। সব কিছু ভালোভাবেই শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে রাজনীতি ও ক্রিকেটের দুই চাপ একসঙ্গে সামলে নিতে পারব। সমস্যা যা কিছু আছে সেগুলো দূরে রেখে সবার জন্য আমি কাজ করে যাব। আমি বিশ্বাস করি, মানুষের ভেতর ভালোটা আছে খারাপটাও আছে, তার ভেতর থেকে ভালোটাই বের করে আনতে হবে।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে, প্রয়োজনে একটু ছাড় দিয়ে কাজ করতে হবে। যে সমস্যাগুলোর মধ্যে মানুষ প্রতিনিয়ত পড়ছে, সেগুলোর গুরুত্ব দিতে হবে। মানুষ যেভাবে আমাকে নির্বাচিত করেছে, ভালো লেগেছে। রেসপনসিবিলিটি অনেক বেড়ে গেছে। আগামী ৫ তারিখ থেকে বিপিএল শুরু হচ্ছে। আগামীকাল থেকে সেদিকেই ফোকাস থাকবে। খেলোয়াড়জীবনে যেভাবে কাজ করেছি এখানেও সেভাবে কাজ করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে কিভাবে খেলাধুলা চালু রাখা যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। সবার সহযোগিতা পেলে খেলাধুলার উন্নয়ন করতে পারব আশা করি।’

মাশরাফিকে গতকাল এলাকাবাসী ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে। দুপুরে তিনি নড়াইল পুরাতন টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দুই লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মাশরাফি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন সাত হাজার ৮৮৩ ভোট।