খেলা

রোনালদোর চেয়ে এগিয়ে থেকে মেসির বছর শুরু

By daily satkhira

January 01, 2019

স্পোর্টস ডেস্ক: আধুনিক ফুটবলে একমাত্র প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে থেকেই নতুন বছরে পা রেখেছেন বার্সা অধিনায়ক আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। যদিও দুই মহাতারকা এখন আর একই লিগে খেলেন না, কিন্তু ফুটবলপ্রেমীদের মধ্যে তাদের তুলনা তো চলবেই!

২০১৮ সালটা রোনালদো ও মেসির দুজনের জন্যই দুর্দান্ত কেটেছে। কিন্তু হিসেবটা যদি শুধু ব্যক্তিগত অর্জনের হয়, তাহলে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন মেসি। বিদায়ী বছরে ক্লাব ও দেশের হয়ে ৫১ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এছাড়া ৫৪ ম্যাচে ২৬টি অ্যাসিস্টও এসেছে তার পা থেকে। এর মধ্যে বার্সার হয়ে ৪৯ ম্যাচে ৪৭ গোল আর ২৩ অ্যাসিস্ট এবং আর্জেন্টিনার হয়ে ৫ ম্যাচে ৪ গোল আর ৩ অ্যাসিস্ট করেছেন মেসি। ২০১৮ সালে মোট ৭৭টি গোলে অবদান রেখেছেন মেসি। অন্যদিকে, জুভেন্টাস উইঙ্গার রোনালদোর অবদান ৬২ গোলে। সাবেক রিয়াল তারকা বিদায়ী বছরে ক্লাব ও দেশের জার্সিতে ৪৯ গোল আর ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। দুই ক্লাবের হয়ে ৪৩ গোল আর ১২ অ্যাসিস্ট এবং ৬ গোল ও ১ অ্যাসিস্ট দেশের হয়ে।

এছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে বছরের শীর্ষ গোলদাতাও হয়েছেন মেসি। সর্বশেষ ২০১৬ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি।