সাতক্ষীরা

সাতক্ষীরার মহিলা এমপির ছেলে রুমনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

By daily satkhira

January 28, 2017

নিজস্ব প্রতিবেদক ঃ  সাতক্ষীরার সংরক্ষিত আসন  ৩১২ এর সংসদ সদস্য মিসেস রিফাত আমিনের ছেলে বহুল আলোচিত রাশেদ সরোয়ার রুমনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজির   মামলা হয়েছে।  শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় এই মামলাটি করেন । মামলা নম্বর ৫১ , তারিখ ২৭ .০১.১৭। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। মামলার বাদি সিরাজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার তাকে রুমনসহ চারজন ভোমরা বন্দরের ব্যবসায়ী মাকছুদুর রহমানের অফিসে জোর করে ধরে নিয়ে যান। সেখানে  তারা তাকে ও তার চাচাতো ভাই ফিরোজ হোসেনকে অস্ত্র দেখিয়ে মারপিট করে ও  গলা টিপে  শ্বাসরোধ করে নগদ ২৫  হাজার টাকা ছিনিয়ে নেন। একই সময়ে তারা তাকে ও ফিরোজকে খুন করার হুমকি দিয়ে জানায় রুমনকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। এর অন্যথা হলে ভোমরা বন্দরে তাদের আসা ও ব্যবসা বানিজ্য বন্ধ করে দেওয়া হবে।মামলার অন্যান্য আসামিরা হচ্ছে ইমরান হোসেন টনি, ফরহাদ হোসেন ও তুহিন হোসেন। ওসি আরও জানান মামলার তদন্ত শুরু হয়েছে। অচিরেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। রুমনের বিরুদ্ধে এর আগেও যুবলীগ নেতাকে মারপিট, গরু ব্যবসায়ীকে মারপিট করে টাকা আদায়, সোনার দোকানি মিলন পালের বাড়ি দখল করে গরু  ও নগদ টাকা লুটের এবং শ্যামনগর থানায় তার মায়ের লাইসেন্সকৃত অস্ত্র ও কয়েকজন নারীসহ ধরা পড়ার ঘটনায় মামলা রয়েছে।