খেলা

ওয়েস্ট ইন্ডিজের কোচ হচ্ছেন পাইবাস

By daily satkhira

January 01, 2019

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান ক্রিকেটে বিতর্কিত চরিত্র হয়ে আছেন রিচার্ড পাইবাস। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত বোর্ডের পরিচালক ছিলেন তিনি। জাতীয় দলে বিবেচিত হতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন তিনিই। আইনটা মানতে গিয়ে অনেক তারকা ক্রিকেটার বাতিলের খাতায় চলে গেছেন এখন। গত ফেব্রুয়ারিতে পাইবাসের হাইপারফরম্যান্স ডিরেক্টর হওয়াটা তাই মানতে পারেননি ডেসমন্স হেইন্স, ড্যারেন সামিরা। অথচ সেই পাইবাসই নতুন কোচ হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। গতকাল সোমবার এ খবরটি নিশ্চিত করেছে ক্রিকইনফোসহ কয়েকটি ওয়েবসাইট।

জানা গেছে, ২০১৯ সালে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই দায়িত্ব শুরু করবেন একটা সময় বাংলাদেশ ও পাকিস্তানের কোচ থাকা পাইবাস।

আরো জানা গেছে, স্টুয়ার্ট ল গত বছর হঠাৎ করে দায়িত্ব ছাড়েন ক্যারিবীয়দের। ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিক পোথাস চালিয়ে আসছিলেন এত দিন। কিন্তু ভারত সফরে ব্যর্থতার পর ক্যারিবীয়রা টেস্ট ও ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশে। এ জন্যই পাইবাসকে দায়িত্ব দিতে চলেছে ক্যারিবীয় বোর্ড।