বিদেশের খবর: নিহত সাংবাদিক জামাল খাশোগির দেহাবশেষ সুটকেস ও ব্যাগে ভরে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তুরস্কের একটি টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, ৩ ব্যক্তি দুই হাতে করে সুটকেস ও ব্যাগ নিয়ে বাসভবনের ভেতরে ঢুকছে। অন্য একটি সংবাদ মাধ্যম জানায়, ভিডিওতে সৌদির ‘হিট টিম’-এর কিছু লোক সৌদি কনসাল-জেনারেলের বাড়ির সামনে একটি ভ্যান থেকে নামলেন। সেখান থেকে বেশ কয়েকশো মিটার দূরে সৌদি দূতাবাস। দুইহাতে দুইটি কালো ব্যাগ নিয়ে কনসাল-জেনারেলের বাড়িতে ঢুকলেন এক জন। তুরস্কের সংবাদমাধ্যমে দাবি, ওই ব্যাগ দুইটিতে খাশোগির দেহাবশেষ ছিল। ইতিমধ্যে ওই ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে জামাল খাশোগিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক চাপে সৌদি আরব ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘোষণা দেয় এবং ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই ঘটনায় পাঁচ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হবে বলে জানায় রিয়াদ।