সাতক্ষীরা

সাতক্ষীরায় বই উৎসব

By daily satkhira

January 01, 2019

নিজস্ব প্রতিবেদক ঃ নববর্ষে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বই উৎসব। আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করতে সরকার বছরের প্রথম দিনে দেশের সকল বিদ্যালয়ে বই দিচ্ছে। এতে নারী শিক্ষার্থ দেরও শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তারা আজ বিমান চালাচ্ছে। শিক্ষার মান বাড়ার সাথে সাথে তারাও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির করছে। স্বনির্ভর হতে পারায় নারীরা আজ অন্যের বোঝা নয়। বছরের প্রথম দিনে নতুন শ্রেণির বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহ বাড়বে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষ্যে সাতক্ষীরার অতিথিবৃন্দ এসব কথা বলেন। বই উৎসবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন নব নির্বাচিত সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা প্রাথমিক শিক্ষাক কর্মকর্তা রুহুল আমিন। প্রসঙ্গতঃ জেলায় দু’ লাখ দু’ হাজার ৯৬২ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার নয় লাখ ৬৫ হাজার১৫৪টি বই তুলে দেওয়া হয়।