সাতক্ষীরা

সাতক্ষীরা পুলিশ লাইন বিদ্যালয়ে বই উৎসব

By daily satkhira

January 01, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পুলিশ লাইন বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১জানুয়ারি’১৯ সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আকতার, সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ হুমায়ুন কবির, পুলিশ লাইনসের আর. আই তাহাজ্জৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ আঃ রাজ্জাক, মনোয়ারা বেগম, মনোরঞ্জন কুমার মন্ডল, অরুন কুমার ঘোষ, মবিনা আক্তার, ইমরান ফকির, এরিনা ব্যানার্জী, রাবেয়া খাতুন, রবিউল ইসলাম, রোক্সনা আরজু, আঃ রহিমসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মীর রাফিউল ইসলাম। প্রধান অতিথি বলেন, নববর্ষে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। এটি অনেক উন্নত দেশেও সম্ভব হচ্ছে না। অথচ আমাদের সরকার সেটি সফল ভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। এতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবে।