একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিরোধীদলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে, নির্বাচনকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে তারা।
এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র বলেন, ‘জনগণ ও সম্পত্তির ওপর হামলা এবং সহিংসতা গ্রহণযোগ্য নয়।’
১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের ওপর গতকাল (৩১ ডিসেম্বর) এক বার্তায় জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘নির্বাচনে সহিংসতার ঘটনা এবং অনিয়মের প্রতিবেদন সম্পর্কে অবগত রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণাকালে ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত।’
শান্তিপূর্ণ ও আইনিভাবে সেসব অভিযোগ মোকাবিলা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মুখপাত্র আরও বলেন, ‘আমরা সংযম চর্চা ও নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যেখানে মানুষ তাদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে পারবে।’