শ্যামনগর

শিশু কন্যাকে উদ্ধারের দাবিতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

By daily satkhira

January 28, 2017

শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের প্রভাস মন্ডলের স্ত্রী হিরা রানী মন্ডল উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে অপহৃত শিশু কন্যা ৭ম শ্রেণি পড়–য়া বৈশাখী রানী মন্ডলকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। গতকাল বিকাল ৪টার সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরা রানী বলেন, তার একমাত্র শিশু কন্যা বৈশাখী রানী মন্ডল (১৩) প্রতি দিনের ন্যায় পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে গত ৮ জানুয়ারি সকাল ৯ টায় ধুমঘাট রায়পাড়া গ্রামের সুবির রায়ের পুত্র প্রদীপ রায় সঙ্গী ৫/৬ জনকে সঙ্গে নিয়ে তার কন্যাকে জোর পূর্বক মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজা খুজির পর জানতে পারে তার কন্যাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণ কারী প্রদীপ রায়ের বড়ভাই জয়দেব রায় ভারত থেকে হিরা রানীকে মোবাইলে ফোন করে তার কন্যা বৈশাখী তাদের কবজায় আছে এ কথা জানায়। এমতাবস্থায় হীরা রানী বাদী হয়ে গত ২০ জানুয়ারি প্রদীপ রায়কে ১ নং আসামি সহ ৬ জনকে আসামি করে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত) ০৩ এর ৭/৩০ ও জোরপূর্বক অপহরণ এর মামলা দায়ের করা হয় যার নং-২৬। মামলার ৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেফতার ও শিশু কন্যাকে উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।