অনলাইন ডেস্ক: প্রায় ৭ বছর ধরে সংসার করছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরে বনিবনা হচ্ছিলো না স্বামী- স্ত্রীর। সংসারে অশান্তি লেগেই থাকতো। তাই বাধ্য হয়ে স্বামীকে বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন এক নারী। এমন ঘটনা ঘটেছে জার্মানির হামবুর্গ শহরে। বিজ্ঞাপন দেওয়া ওই নারী নাম ডর্তে এল। বয়স ৪০ বছর।
ই-কমার্স সাইট ‘ইবে’-তে বিজ্ঞাপন দিয়ে ডর্তে লিখেছেন, বিয়ের সাত বছর হলেও বর্তমানে তিনি তার স্বামীর সঙ্গে একাত্মতা বোধ করেন না। তাই তিনি তার স্বামীকে ছেড়ে দিতে চান। এজন্য স্বামীকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। মূল্য হিসেবেও বেশি দাম নির্ধারণ করেননি। দাম দিয়েছেন মাত্র বাংলাদেশি টাকায় দেড় হাজার। এত সস্তা দাম দেওয়ার কারণ হিসেবে বলেন, ১৮ (ডলার) তার কাছে লাকি সংখ্যা। অবশ্য কেউ এই দামে কিনতে রাজি না হলেও দাম কমাতে রাজি ডর্তে। ইতিমধ্যে ওই নারীর এমন বিজ্ঞাপন ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কেউ এই বিজ্ঞাপন নিয়ে লিখেছেন, এটা বেশ হাস্যকর ও মজাদায়ক। আরেক জন লিখেছেন, স্বামী খারাপ কিছু করলে অবশ্যই এর বিরুদ্ধে কথা বলা দরকার। এদিকে বিজ্ঞাপন দেওয়ার পর ডর্তে জানান, এখন পর্যন্ত তার স্বামীকে কেনার জন্য কেউ আগ্রহ দেখায় নি। তবে তার পোস্টে অনেকে হাহা রি অ্যাক্ট দিয়েছে। তথ্যসূত্র: দ্য সান।