আন্তর্জাতিক

স্কুলে আর ‘ইয়েস স্যার’ নয়, বলতে হবে ‘জয় হিন্দ’ বা ‘জয় ভারত’

By daily satkhira

January 01, 2019

বিদেশের খবর: স্কুলে শিক্ষক যখন রোল কল করবেন, তখন আর ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাডাম’ বললে চলবে না। বাধ্যতামূলকভাবে ছাত্রছাত্রীদের সাড়া দিতে হবে ‘জয় হিন্দ’ বা ‘জয় ভারত’ বলে। ভারতের গুজরাটের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এমন নির্দেশনা জারি করেছে ওই রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বিষয়টি বাধ্যতামূলক করতে সরকারি নির্দেশনাও প্রকাশ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। নির্দেশনায় বলা হয়, ‘সার্কুলারটি সব সরকারি স্কুল, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল ও ব্যক্তিগত উদ্যোগে চলা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কঠোরভাবে মেনে চলা হয়, তা নিশ্চিত করবেন জেলার শিক্ষা কর্মকর্তারা।’ ছোট থেকেই ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষা দফতরের এক কর্মকর্তা। গুজরাটের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিং চুড়াসামার বলেন, ‘আমি যখন ছাত্র ছিলাম, তখন আমার ও আমার সহপাঠীদের জয় হিন্দ বা জয় ভারত বলে হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক ছিল। এই প্রথা পরে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার থেকে পুনরায় এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ মন্ত্রীর দাবি, ‘একটি ছাত্র স্কুলে থাকাকালীন অন্তত ১০ হাজার বার ইয়েস স্যার/ইয়েস ম্যাডাম বলে। তার বদলে যদি সে জয় হিন্দ/জয় ভারত বলে, তাহলে তার মধ্যে দেশপ্রেমের আবেগ জাগ্রত হবে।’