সাতক্ষীরা

সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব

By daily satkhira

January 01, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ জানুয়ারী নববর্ষের প্রথম দিন দেশব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের অংশ হিসেবে সাতক্ষীরা কারিমা স্কুল ক্যাম্পাসে সকাল ১০ টায় এই বই উৎসব অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহি সদস্য আবুল খায়ের, অভিভাবক সদস্য আব্দুল গফফার, ডাঃ রুহুল আমিন, এড. শেখ জাহিদুর রহমান, মোঃ আব্দুল মালেক, শাহানারা খাতুন, শিক্ষক প্রতিনিধি আঃ মালেক, আবু সাঈদ, কৃষ্ণাচক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, আব্দুল হক, রণজিৎ কুমার বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক রুস্তম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই। এটি শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। ইতোপূর্বে কখনো বছরের প্রথম দিনে একযোগে সারা দেশে বই পেত না। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে।