কলারোয়া

কলারোয়া হাসপাতালে আলী মুনছুরের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

By daily satkhira

January 28, 2017

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া হাসপাতালের দুর্নীতিবাজ কর্মচারী আলী মুনছুর (ক্যাশিয়ার) কর্তৃক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শফিকুল ইসলামকে লাঞ্চিত ও হাসপাতালে ক্ষমতার প্রভাব বিস্তার করে সরকারি অর্থ লুটপাট করার ঘটনায় শনিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সিভিল সার্জনের গঠিত সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবুল হোসেনকে প্রধান করে তিন সদস্যের এক প্রতিনিধি দল কলারোয়া সরকারি হাসপাতালে তদন্ত করেছেন। তদন্ত কমিটিতে আরো ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মো: আরিফুজ্জামান ও সিভিল সার্জন অফিসের (ডিজিজ কন্ট্রেল) ডা: শেখ আশিকুর রহমান। কলারোয়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: উৎপল কুমার দেব নাথ সম্প্রতি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী আলী মুনছুর (ক্যাশিয়ার) কতৃক কয়েকটি ঘটনায় তার বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তিনি বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবুল হোসেনকে প্রধান করে তিন সদস্যের এই প্রতিনিধি শনিবার বেলা ১১ থেকে বেলা ৩ টা পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কমিটির সদস্যরা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৮ জন ব্যাক্তির নিকট থেকে লিখিত বক্তব্য গ্রহণ ও এসব ঘটনায় বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় সাধারণ জনসাধারণ, গণমাধ্যম কর্মিদের সাথে আলোচনা করেন। পরে জেলা তদন্ত কমিটি বেলা সাড়ে ৩টার দিকে কার্যক্রম শেষ করে চলে যান। তদন্ত কমিটির প্রধান সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবুল হোসেন জানান, আমরা প্রাথমিক তদন্ত ও বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। এ বিষয় নিয়ে জেলা সিভিল সার্জন ডা: উৎপল কুমার দেবনাথের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা: উৎপল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত আলী মুনছুর (ক্যাশিয়ার) এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য: গত ২০ শে জানুয়ারি কলারোয়া হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী আলী মুনছুর তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:শফিকুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্চিত করা ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরীসহ জেলা সিভিল সার্জনের নিকট প্রতিকারের জন্য আবেদন করেন আরএমও ডা: শফিকুল ইসলাম। বিষয়টি আমলে এনে সাতক্ষীরা সিভিল সার্জন তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন।